ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন -তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন -তথ্যমন্ত্রী

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার জন্য আইন করা হয়েছে, গণমাধ্যমের জন্য নয়।’

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিনিধিদের সাথে সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই আইন করা হয়েছে নারী-শিশুসহ সকলের ব্যক্তিগত এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সাইবার অপরাধী ও হ্যাকারদের হাত থেকে ডিজিটাল জগতের নিরাপত্তার জন্য। এই আইনের কোনো জায়গায় গণমাধ্যমের কর্মীদের কথা বলা হয়নি।’

‘সেইসাথে মনে রাখা দরকার, সংবিধানের ৩৯ ধারা, তথ্য অধিকার আইন, সম্প্রচার আইন, গণমাধ্যমকর্মী আইন- এসকল আইন সমুন্নত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন কাজ করবে’ বলেন তথ্যমন্ত্রী।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের নির্বাহী সদস্যবৃন্দ এসময় মন্ত্রীর সাথে গণমাধ্যম বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31