বয়ানে রামাদান ২৩

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

বয়ানে রামাদান ২৩


চৌধুরী হাফিজ আহমদ
প্রত্যেকটি সৃষ্টির মধ্যে একেক টা আকর্ষণ আছে । অন্যকে আকৃষ্ট করার,তেমনি সালাত সিয়াম ইবাদত ও সৃষ্টি ।সালাতের মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে অজু সিজদা,তেমনি রামাদানের আকর্ষণ হচ্ছে লাইলাতুল কদর , এই রজনীর জন্য বছর জুড়েই থাকে নানা আয়োজন । ১১ মাস অপেক্ষা করে যখন মাসটি উপস্থিত হল, তখন সিয়াম কিয়াম কিরাত দান খয়রাত নিয়ে ব্যস্ততা ।২০ দিন ২১ থেকেই শুরু ক্কাদরের রাত্রের জন্য তৈরি থাকা – এমন এক চমকের চুম্বক এই রজনীতে আল্লাহ রেখেছেন কূল মাখলূকদের জন্য। যেন হৃদয় গেঁথেই থাকতে চায় , জীবনে একবার এই রাত্রি কে কাজে লাগালেই আশা করা যায় শান্তি ও মুক্তির আমার জিবনে এই ক্কাদর এসেছে ৫০ বার কিন্তু কাজে লেগেছে কি না জানিনা তবে মনে মনে শান্তনা পাই কেননা আমার জীবনে আল্লাহর এত নেয়মত করুনা রহমত উপভোগ করেছি মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করতে থাকলে ও শেষ হবেনা – এই রকম প্রাপ্তি প্রায় সকলের জীবন সংসারে আছে কিন্তু আমরা অল্প প্রাপ্তিতে তুষ্ট হইনা শুধু একাই চাই চাই স্লোগানে মুখরিত । আল্লাহ যা দেন ধারন ক্ষমতা অনুযায়ী দেন নেয়ামতের ভার সইতে পারে এমন পুরস্কার ই দেন , আবার পরিক্ষার বোঝা এমন ভারী দেন না যা সে বহন করতে অপারগ – নেয়ামত প্রাপ্তি অনেক ভাবেই হতে পারে কাউকে সন্তান দিয়ে কাউকে ধন দিয়ে কাউকে পরাশুনা দিয়ে কাউকে আকল বুদ্ধি দিয়ে এই নেয়ামতের জিকির আমরা আল কোরআন থেকে জানিতে পারি যেমন আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আঃ কে দিয়েছেন সন্তান এর সাথে সাথে অঢেল সম্পদ দিয়েছেন হজরত যাকারিয়া আঃ পুত্র সন্তান আলোকিত করেছেন হজরত মারিয়াম আঃ এর কোল পুত্র সন্তান হজরত ঈসা আঃ কে দিয়ে হজরত আইয়ুব আঃ কে রোগ মক্ত করে হজরত ইউনুস আঃ কে জুলুম থেকে উদ্ধার করে হজরত ইউসুফ আঃ কে বিপদের মাধ্যমে ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তোলে রাষ্ট্র ক্ষমতা এই রকম নবী ব্যথিত অনেক কেই দিয়েছেন যেমন হজরত লোকমান জুল কারনাইন হজরত খিজির আঃ সহ আরও অনেক কে এই বক্তব্য দিয়ে জানিয়েছেন আমাদের মহানবী সঃ কে পরিক্ষা নিরিক্ষার কথা – বাকী সবাইকে যা দেন নাই তাহাই দিয়েছেন জনাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঃ কে অন্য দের থেকে আলাদাই বলতে হয় এই কারনে অন্য সবার নিয়ামত এর ধারাবাহিকতা ইন্তিক্কাল পর্যন্তই শেষ কার্যকারিতা স্তগিত একমাত্র আমাদের শেষ নবী সঃ এর প্রতি সব নেয়ামত এর ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে – এর ভুমিকা থাকবে অনন্ত কাল এর মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে আল- কোরআন আরেক নেয়ামত হচ্ছে রামাদানের লাইলাতুল ক্কাদর যা আমরা উম্মত হিসাবে উপভোগ করে আসতেছি , কর্মের মাধ্যমে ও ইবাদত করা যায় সৎ উপার্জন হচ্ছে এমন এক ইবাদত যাহার মুল্য আল্লাহর কাছে ই শ্রেস্ট , হালাল কামাই যাহারা করবে তাহাদের দুআ হাত তোলা মাত্রই কবুল - এই জন্য ইসলামের মধ্যে বলাই হয়েছে কামাই উপার্জন হালাল হতেই হবে দুনিয়ার জীবন কে শান্তি ময় করতে চাইলে এবং আখিরাতে মুক্তি পেতে হলে । আল্লাহ কাউকেই বিপদ দেন না , তিনি আজাব গজব দিলে এই দুনিয়াতে পা ফেলাই যেত না তবে তিনি বিপদ দিলে একদম ধ্বংস করে ধুলা বালির মত মাঠির সাথে মিশিয়ে দেন এর কিছু নিদর্শন এখনো তাজা রেখেছেন আমাদের দেখে শিক্ষা নিতে এর মধ্যে মাদায়েন সালেহ - মৃত সাগর - ফিরাউনের গোসটির লাশ - উল্ল্যেখ যোগ্য - এই রকম হাজার হাজার জাতী গুষ্টিকে খতম করেছেন বলে প্রমান আছে , গোটা জিন জাতীকে চ্যলেঞ্জ করে মানুষ সৃষ্টি করে ইবাদতের মাধ্যমে জীবন পরিচালিত করে আখিরাতের মঞ্জিল থেকে মুক্তি লাভ করে জান্নাত হাসিল করতেই তিনি কম হায়াতের মধ্যে লাইলাতুল ক্কাদরের মত বিশেষ বিশেষ দিন রাত্রি দিয়ে ১২ টি মাস সাজিয়েছেন এই সব নেয়ামতের সকল প্রহরের মধ্যে সেরা রজনী হচ্ছে রামাদানের ২১-২৩-২৫-২৭-২৯ রাত্রি গুলা যা বিশ্ব ময় ঘূর্ণায়মান আজকের রজনীতে তাই আমরা ব্যস্ত থাকব নিজেকে তাওবা ইসতেগফারে , যত বেশী ইসতেগফারে থাকব আমাদের জন্য নেয়ামত প্রাপ্তি সহজ হবে এই পর্যন্ত আমার জানাশুনায় পেয়েছি সকল নেয়ামত প্রাপ্তরাই তাওবা ইসতেগফারের মাধ্যমে আল্লাহর কাছে আবদার করেছেন - হজরত ইউনুস আঃ নত হয়ে যখন বলেছেন ** ফানাদা ফিজ জুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যোআলিমিন** তখনি তাহাকে উদ্ধার করেছেন অন্যদিকে হজরত আইয়ুব আঃ রোগ মুক্তির জন্য ও নত হয়ে তাহার করুনা চেয়েছেন এই রকম ** রাব্বি আননি মাচ্ছানি আদ দূররু ওয়া আনতা আর হামুর রাহিমিন ** । এই উভয় দুআ রাসুলুল্লাহ সঃ নিজে পড়তেন এবং আমাদের জন্য উপহার হিসাবে রেখে গেছেন – আমরা ও যদি তা পাঠ করি অন্তর দিয়ে তাওবা করি নিজেকে পরিবর্তন করে সৎ পথ পাবার তা হলে চলমান রামাদানেই আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে ** ইহদিনাস সিরাতুউয়াল মুস্তাক্কিম ** এর পথ দেখাতে সদয় সম্মতি দেবেন । আর মাত্র সপ্তাহ বাকী আমাদের থেকে বিদায় নেবে মাহে রামাদান ঘুরে আসবে টিক কিন্তু আমরা পাব কি না জানিনা – বেঁচে থাকব কয়জন তাও অজানা – গতবার যাহারা ছিল আমাদের সাথী এই বছরে তাহারা কবর বাসী আমার লেখার পাঠক ছিলেন অনেক আমাকে বলতেন লিখতেই থাকুন এই রকম অনেক শুভাকাঙ্ক্ষী আজ দুনিয়াতে উপস্তিত নাই আমি সবার মাগফিরাতের জন্য দুআ করছি - আল্লাহুম্মাগফিরলি মাউতা ওয়া মাউতাল মুসলিমিন/ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা / রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা / রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আয়ইয়ুনিং ওয়া জায়ালনা লিল মুত্তাক্কিনা ঈমামা ।আল্লাহুম্মা আফিনি ফি বাদানী – আল্লাহূম্মা ইন্নি আসয়ালুকাল আফিয়া – আসুন আমরা সবাই আল- কোরআনকে সাথী করে সেই আলোকে জীবন সংসার সাজাই – রামাদান কারীম ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31