ভালবাসা দিবসে কামাল আহমেদ এর “অধরা”

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

ভালবাসা দিবসে কামাল আহমেদ এর “অধরা”

“অধরা”।বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গত ১৪ ই ফেব্রুয়ারি ২০১৯ “লেজার ভিশন” থেকে প্রকাশিত হলো কামাল আহমেদ এর আধুনিক গানের মৌলিক একক এ্যালবাম “অধরা” এ্যালবামের অঁফরড় ঔঁশবনড়ী লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়।

এ এ্যালবামটিতে যে গানগুলো রয়েছে সেগুলো হলো – পলকে হেসে চলে যাও, এমন হয়না কেন, ভুলিতে পারিনা তাকে, ভালোবাসা দিয়ে তাজমহল হয়, চাঁদের জোছনায় আজ, কে তুমি নন্দনী, আমি লাইলীকে দেখিনি, আমার দুঃখ বার মাস, এখনো বেঁচে আছি, তুমি ফিরে এসেছ আবার, একে একে সব ক’টা তারা, চুপি চুপি কাছে এসো (যুগলকন্ঠ)।

এ এ্যালবামে যাঁদের লেখা গান রয়েছে তাঁরা হলেন – নজরুল ইসলাম বাবু, কাওসার আহমেদ চৌধুরী, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, শাহীন আনোয়ার, মো: শাহ নেওয়াজ, প্রসেনজিৎ ওঝা, নায়না শাহরীন অন্তরা ও মুজাহিদুল হক লেনিন।

এ এ্যালবামে যাঁরা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা হলেন – আলী হোসেন, লাখী আকন্দ, বাসু দেব ঘোষ,
মো: শাহ নেওয়াজ, মো: নজরুল ইসলাম, নুরুল হক, ইবনে রাজন, উজ্জল সিনহা ও মুজাহিদুল হক লেনিন।

এ্যালবামটির সফ্ট ও হার্ট কপি লেজার ভিশন-লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

কামাল আহমেদ এর প্রকাশিত ১৬ টি এ্যালবাম হলো Ñ
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) ০৫. নিঃশব্দ চরণে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) ০৬. গোধূলি (হারানো দিনের গান) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান)
১২. অধরা (আধুনিক গান) ১৩. গানের তরী (তিন কবির গান) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) ও ১৫. মহাকাব্যের কবি (বঙ্গবন্ধু স্মরণে গান) ১৬. একুশের স্বরলিপি (মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান)

সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর সফলতার পালকে যুক্ত হয়েছে ৭টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার :

০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)

একজন শিল্পী বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মাধ্যমে। এই সৃষ্টি শুধু শৈল্পিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, এর ব্যাপ্তি আরও বিশাল-যা অনায়াসে ছুঁতে পারে মানবতার আঁচল-তার প্রত্যক্ষ উদাহরণ মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী কামাল আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31