ভালো নেই আমি

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮

ভালো নেই আমি

কোহিনূর আক্তার

মনের ঘরটা এলোমেলো
সব স্বপ্ন আজ হারিয়ে গেলো,
একাকি বসে মনের দুয়ার খুঁজে
কোন মনেতে আছে সুখ গা
ভাসাবো চোখ বুঁজে ।

সব ভাগ্য যদি লিখে ঐ “গুরু,,
কেনো তবে আমার জীবন উতপ্ত মরু ?
গুরু হয়ে,মন-গুরু দিলে না আমায় ,
আমি ভালো আছি, কি করে বলি তোমায় ?
আমি ভালো নেই , তবুও আমায় ভাবলেনা !
মনের দংশনে একটু ভালোবাসার আঁচে তুমি
সাজলেনা ।

আমার সাঁঝ বাতি জ্বলেনি কখনো
চাঁদের আলোয় দেখতে পাইনি
আবছায়া রূপ,ধ্রুবতারা উঠেনি তখনো ।
আমি ভালো নেই , কোনো কালে,
আমি ভালো নেই তোমার স্নিগ্ধ সকালে।

১৭/৮/১৮