ভাল থাকবেন বুলবুল ভাই

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

ভাল থাকবেন বুলবুল ভাই

শাহীন আনোয়ার

অবশেষে ওপারে পাড়ি দিলেন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব প্রিয়ভাজন আহমেদ ইমতিয়াজ বুলবুল । শিল্পী আইয়ুব বাচ্চুর জন্য শোকের রেশ তখনো রয়ে গেছে । ফুলে ফুলে ঢাকা কফিনে চিরনিদ্রায় সুরের জাদুকর — টিভির পর্দায় দেখে ভীষণ কষ্ট হলো । চোখের জল ধরে রাখতে পারছিলাম না ।সংগীত জগতের রাজপুত্র ইমতিয়াজ বুলবুল অতুলনীয় প্রতিভার অধিকারী ছিলেন । তাঁর রচিত সব গান এক একটি অনবদ্য সৃষ্টি । বিশেষ করে দেশের গান যতবার শুনি অবাক্ হই মুগ্ধ হই । দেশপ্রেমিক সংগ্রামি দুঃসাহসী একজন মুক্তিযোদ্ধা — হে গুণী হে বীর আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা !স্যালুট আপনাকে। দেশ ও দেশবাসী আপনার কাছে ঋণি হয়ে রইল ।
মানুষ চলে যায় কথা রয়ে যায় । সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে নিয়ে মনে পড়ছে একটি স্মৃতির কথা ,ঢাকায় ওসমানি মেমোরিয়াল হলে এক সমবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সম্মাননা পদক গ্রহণ করার জন্য গিয়েছিলাম। অতিথি আসনে ইমতিয়াজ বুলবুলের পাশে বসেছিলাম,কথা হয়েছিল তাঁর সাথে। আজও ভুলি নাই এত বড় মাপের একজন মানুষ এতটাই নম্র আর বিনয়ী, তাঁর সহজ সরল অভিব্যক্তি মনে পড়ে আজও। আমার দু একটি গানের পংক্তি আমি তাঁকে শুনিয়েছিলাম, তিনি খুব পছন্দ করেছিলেন। বাসায় যেতে বলেছিলেন , কিন্তু সেই সৌভাগ্য আমার আর হয়ে ওঠে নি। আমি আমেরিকায় চলে এলাম। ফোনে কথা হয়েছিল কয়েকবার তাঁর সাথে । পরপারে অনেক অনেক ভাল থাকবেন বুলবুল ভাই ।

শাহীন আনোয়ার : গীতিকার

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31