মৌলভীবাজারে চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

মৌলভীবাজারে চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ বিকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে ১২-২০ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল অনুষ্ঠান ।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠান বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা -২০১৮ পদক প্রাপ্ত গুণীজন সৌমিত্র দেব , ঢাকা থেকে আগত চলচ্চিত্র নির্মাতা এস.এম কামাল। বক্তারা বলেন, শিশু কিশোরদের মাঝে সৃজনশীল মানসিকতা গড়তে এ উদ্যোগ প্রশংসনীয়। যে ১০টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এর প্রত্যেকটিতেই আলাদা বৈশিষ্ট্য ও দিক নির্দেশনা রয়েছে। শিশু কিশোরদের প্রতি মানুষের মানবিকতাবোধ, কর্তব্যবোধ সর্বোপরি তাদের প্রতি দরদীমন সৃষ্টিতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। আমাদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কেও শিশু কিশোররা সচেতন হবে- এ উদ্যোগের মাধ্যমে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।