শক্তি কমেছে নতুন করোনাভাইরাসের?

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ১, ২০২০

শক্তি কমেছে নতুন করোনাভাইরাসের?

ইতালির এক জ্যেষ্ঠ চিকিৎসক দাবি করেছেন , শক্তি কমেছে নতুন করোনাভাইরাসের । এ

করোনাভাইরাস মহামারীতে ইতালিতে সবচেয়ে বেশি ভোগা উত্তরাঞ্চলের লম্বার্ডির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের প্রধান আলবের্তো জাঙ্গরিল্লো রোববার ইতালির গণমাধ্যমগুলোতে দাবি করেন, বাস্তবে শুরুর দিকের সেই করোনাভাইরাস এখন আর নেই।

তিনি আরএআই টেলিভিশনকে বলেন, “গত ১০ দিন ধরে সোয়াব পরীক্ষাগুলোতে ভাইরাসের যে পরিমাণ দেখা গেছে তা এক মাস বা দুই মাস আগের পরীক্ষাগুলোর তুলনায় একেবারেই নগণ্য।”

করোনাভাইরাস মহামারীতে ইতালিতে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। তবে মে মাসে নতুন সংক্রমণ এবং মৃত্যু ধারাবাহিকভাবে কমে আসায় সরকার লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে।

জাঙ্গরিল্লোর মতে, কিছু বিশেষজ্ঞ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের সম্ভাবনা সম্পর্কে ‘বাড়িয়ে বলছিলেন’। আর রাজনীতিবিদদের প্রয়োজন ছিল নতুন বাস্তবতা বিবেচনায় নেওয়ার।

ইতালি সরকার করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার এ দাবি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘বিজয়’ ঘোষণা করতে অনেক দেরি আছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি সান্দ্রা জামপা এক বিবৃতিতে বলেন, “ভাইরাসটি অদৃশ্য হয়ে গেছে এমন তত্ত্ব সমর্থন করার জন্য বৈজ্ঞানিক প্রমাণ না আসা পর্যন্ত যারা বলছে যে তারা এ বিষয়ে নিশ্চিত, তাদের আমি ইতালীয়দের বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছি।

“বরং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে, শারীরিক দূরত্ব বজায় রাখতে, জনসমাগম এড়িয়ে চলতে, ঘন ঘন হাত ধুতে এবং মাস্ক পরে থাকতে বলা উচিত তাদের।”

তবে ইতালির উত্তরাঞ্চলের আরেকজন চিকিৎসকও করোনাভাইরাসকে ‘দুর্বল হতে’ দেখছেন বলে জানিয়েছেন।

জেনোয়া শহরের সান মার্তিনো হাসপাতালের সংক্রামক রোগ ক্লিনিকের প্রধান মাত্তেও বাস্সেত্তি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এএনএসএকে বলেন, দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল সেই সমান শক্তি এখন নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930