শূন্য চারটি আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৯ জন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

শূন্য চারটি আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৯ জন

জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া হিসেবে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। শূন্য এই চার আসনে মোট ১৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনে পাঁচজন, ঢাকা-৫ আসনে দুজন, সিরাজগঞ্জ-১ আসনে তিনজন এবং নওগাঁ-৬ আসনে প্রার্থী হতে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপ-নির্বাচনে ১৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল শুক্রবারও ফরম বিতরণ ও জমা নেয়া হবে। এর পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে। জানা গেছে, ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, হাজি মোস্তফা জামান সেগুন, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদিসহ ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ঢাকা-৫ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক।   এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31