সঞ্চিত বিরহে গড়ে প্রেম

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

সঞ্চিত বিরহে গড়ে প্রেম

শেলী সেনগুপ্তা

অফিসযাত্রীর টিফিন ক্যারিয়ারে
দুপুরের খাবারের মতো বয়ে যাচ্ছি বিরহ,

একদিন যাত্রাপথে আমাকে নয়,
দেখছি এক বিশাল পাহাড়!

বোদ্ধারা বললো,
‘সঞ্চিত বিরহে গড়ে ওঠা পাহাড়ের নাম
প্রেম,
যাকে
দুগ্ধবতী গাভীর ওলানের মতো
একান্তে যে বহন করে,
তার নাম হৃদয়!

তবে কি প্রেম ও বিরহ
হৃদয়ের যমজ সন্তান,
পূর্ণগর্ভা জঠরে অনুক্ষণ বেড়ে উঠছে
পরস্পরের হাত ধরে?