সন্ত্রাসীরা ড্রাইভারকে গুলি করলে মাইক্রোবাসটি উল্টে যায়

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৮

সন্ত্রাসীরা ড্রাইভারকে গুলি করলে মাইক্রোবাসটি উল্টে যায়

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আধিপত্য বিস্তারের লড়াইয়ে রাঙামাটির নানিয়াচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ বর্মা গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার দুপুরে এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরপর এত মানুষ হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুলিতে আহত জীবন্ত চাকমা নিজেকে সাধারণ গ্রামবাসী দাবী করে বলেন, ওরা সবাই যাচ্ছিলেন সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে। কিন্ত তাদের বহনকারী মাইক্রোবাসটি খাগড়াছড়ি সীমানা অতিক্রম করে রাঙামাটির নানিয়াচর উপজেলার বেতছড়ি পৌঁছামাত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে আহত নীরও কুমার চাকমা জানান, ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা প্রথমে ড্রাইভারকে গুলি করলে মাইক্রোবাসটি উল্টে যায়। এরপর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় ১০ জন। তিনি জানান, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের উপরও গুলি চালালে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। পরে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে পালিয়ে যায়। এরপর নিরাপত্তা বাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে মাইক্রোবাসচালক মো. সজিবসহ দুজন মারা যায়। নিহত ও আহতদের খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে শহরে শোকের ছায়া নেমে আছে। খাগড়াছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, হাসপাতালে ১০ জনকে আনা হলে দুজন মারা যায়। আশঙ্কাজনক হওয়ায় আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়াচর উপজেলা পরিষদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয় খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য, নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সহ সভাপতি শক্তিমান চাকমা। এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করছে জেএসএস এনএম লারমা সমর্থিতরা। শুক্রবার দুপুর ১২টার দিকে শক্তিমান চাকমার দাহক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে নানিয়াচরে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন মারা যান। নিহতরা হলেন- ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা (৫০) ওরফে বর্মা, একই দলের কেন্দ্রীয় নেতা কনক চাকমা (৩৮), সুজন চাকমা (৩০) এবং গুলিতে আহত ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে সেখানে একই দলের নেতা সেতু লাল চাকমা (৩৮) ও গাড়ির চালক মো. সজীব (২৮) মারা যান

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31