সন্ত্রাসীর গুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

সন্ত্রাসীর গুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান ,সোমবার মধ্যরাতে রাজধানী মিরপুরের পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে ।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রাতেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গোলাগুলির এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে চারতলা ওই ভবন ঘিরে ফেলা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছাদ থেকে গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে জালালউদ্দিনের মাথায় গুলি লাগে।

ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান হাসপাতালে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিন মৃত্যুবরণ করেন। এদিকে, মিরপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে থেকে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গোলাগুলির পর পীরের বাগের ওই বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।

 

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930