সুমনের কবিতা-জ্বলন্ত সিগারেটের ধূঁয়া

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

সুমনের কবিতা-জ্বলন্ত সিগারেটের ধূঁয়া

জ্বলন্ত সিগারেটের ধূঁয়া

-সুমন দে।

একটি জ্বলন্ত সিগারেটের ধূঁয়া,
সিগারেটে টেনে ধূঁয়া ছুড়লে কফিনে, শুয়ে থাকা-
লোকটির কোন ক্ষতি করেনা।
জীবনন্ত মানুষের জন্যেই সব ক্ষতিকর !

শীতের হাওয়ায় মেঘেদের সাদা পালক গুলো-
নীল আকাশে খালি চোখে আবরণে ঢাকে কুয়াশা।
ঘুমন্তচিত্তে স্বপ্ন দেখে যেমন আকাশে উড়াল দেয়া যায়,
কফিনে শুয়ে থাকলে বাইরের কফিনের রঙ নিয়ে কী আসে যায় ?

শ্বেত চন্দনের তিলক ললাটে যখন, থামবে কী-
মানব-মানবীর স্নায়ু যুদ্ধ, থামবেনা পরাধিনতার ধর্ম নামের
মানব সৃষ্ঠ অধর্ম চিত্ত । কফিনে মুড়ানো লোকটির কখনো-
ক্ষতি হবেনা জ্বলন্ত সিগারেটে টান দিয়ে দীর্ঘশ্বাসের ধূঁয়াতেও ।।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31