৮ ফেব্রুয়ারি নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেব না ঃস্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

৮ ফেব্রুয়ারি  নৈরাজ্যকর পরিস্থিতি  হতে দেব না ঃস্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেব না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করা দরকার তারা তাই করবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস মাঠে কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগ ‘সম্পূর্ণ’ স্বাধীন।রায় কী হবে তা বিচারক জানেন। রায়ের পরবর্তীতে বাংলাদেশ খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। কারণ এদেশের মানুষ কোনও দিন জঙ্গি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা পছন্দ করে না।

আইনশৃঙ্খলা বাহিনী এদেশে কোন সন্ত্রাস, অগ্নিসংযোগ, রাস্তা আটকানো বা অন্য কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, “বিএনপি বলছে, নিরীহ মানুষকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা সবাই বিভিন্ন টেলিভিশনে দেখেছেন, ৩০ তারিখে তারা কীভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রিজনভ্যান ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ভিডিও ফুটেজে দেখা গেছে।”

এসব ভিডিও ফুটেজ পর্যালোচনার পর হামলায় ‘জড়িতদের’ গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31