বয়ানে রামাদান ২৬

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

বয়ানে রামাদান ২৬


– চৌধুরী হাফিজ আহমদ
মানুষ ভুল পথে চলবে, তাই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি । শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই ভুলের মধ্যে অবস্থান করে । ভুল করার মত উপাদান দিয়েই মানুষের সৃষ্টি – লোভ লালচ – বা চাহিদা – অল্পে সন্তোষটি প্রকাশ না করা – কৃতজ্ঞ না থাকা – তা মানুষের মধ্যেই দেখা যায় এর কারণেই আল্লাহ রাব্বুল আল আমিন ভাল মন্দ যাচাই বাছাই করে চলতে জীবনের সিলেবাস দিয়েছেন,যা অনুসরণ করলে শিক্ষা নিতে পারবে ন্যায় কোনটা এবং অন্যায় কি কি – মন্দের উদাহরন না রাখলে মানুষ বুঝত না বা জানতে পারতনা । মন্দের পরিনতি কত ভয়াবহ এবং ভালর জন্য কত আরাম । এই ভুল পথে না চলার জন্য ই আল্লাহ দিয়েছেন এমন এক নির্ভুল কিতাব যার নাম কোরআন । এর মধ্যেই দিয়েছেন ঠিক করে ৫টি বিষয় ঈমান – সালাত – সিয়াম – যাকাত-হাজ্জ । সালাতের মাধ্যমে তিনি ডাকেন প্রতিদিন -এসো কল্যানের পথে যাহারা জিবনে কল্যান চাও রুটিন করে দিয়েছেন সময় নির্ধারণ করে আমরা শুনি আজানের মাধ্যমে ঘোষণা হচ্ছে – আল্লাহ হচ্ছেন শ্রেস্ট / আল্লাহ ব্যথিত আর কেউ নেই উপাসনার যোগ্য / সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঃ আল্লাহর নবী / এসো কল্যানের পথে / এসো সফলতার দিকে / তিনি ই একমাত্র ক্ষমতার মালিক / আল্লাহ ব্যথিত অন্য কেউ নাই ইবাদতের যোগ্য । আমরা যাহারা নিয়মিত ডাকে সারা দেই তাহারা আমি দেখেছি প্রায় সফল – এরা সালতের কারনে শান্তি ও সুখে থাকে – পরিষ্কার পরিচ্ছন্ন থাকে – গোনাহ থেকে পবিত্র থাকে-হিংসা বিদ্ধেস থেকে দূরে থাকে – লোভ লালচ থেকে বাঁচতে কর্ম নিয়েই সন্তস্ট থাকে – মিথ্যা অন্যায় – প্রতারনা – জুলুম নির্যাতন থেকে সে নিজেকে সরিয়ে রাখার মত সাহস রাখে , আল্লাহ বলেছেন সালাত অনেক অনাচার অশ্লীল কাজ থেকে মুমিন দের দূরে রাখে বা রাখতে সক্ষম ** আউজুবিল্লা হি মিনাশ শাইতানির রাজিম / উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আক্কিমিস সালাত/ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসা ই ওয়াল মুনকার/ ওয়ালা জিক্রুল্লাহি আকবার /ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন***(সুরা আনকাবুত ৬৯) পড় এই কিতাব যা দেয়া হয়েছে এবং সালাত কায়েম রাখ এর থেকে নিজে ও পরিবার সমাজ বাচবে অনেক লজ্জাজনক পরিস্তিতি ও অজানা গোনাহ , অশ্লিলতা থেকে , আল্লাহর কথা তাহার কথা মানা বুঝা অনেক অনেক উত্তম এবং বুদ্ধিমানদের তাই করা উচিত , আল্লাহ ভাল ই জানেন তোমার চিন্তা চেতনায় কি এবং কেন - দ্বিতীয় হচ্ছে সিয়াম বা রামাদান মাসে উপোষ করা এতে শরীর মন কে যুক্ত করে সমতা আনা নফস কে কাবু করা কষ্টের যন্ত্রনাকে বুঝা হৃদয়কে পাপ অন্যায় থেকে মুক্ত করা অহংকারকে না বলা মালিকের কাছে নত হয়ে ক্ষমা প্রার্থনা করা - রামাদানের সিয়ামের দ্বারা রোগ সহ যত ব্যারাম আছে তাহাকে দমন করা অল্প খেয়ে শরীর ও মন কে ব্যালানস করা ভাল ব্যবহার ইত্যাদি উপকার সাধন ই উদ্দ্যেশ্য । রামাদান এর বেলায় বিজ্ঞান নানা রকম উপকারী হিসাব ও কথা বলেছে , সে দিন দেখলাম এক ডাক্তার বলেছেন কম খাবার ও নিয়মিত সিয়ামে মানুষ আরও বেশী সতেজ হয়ে কর্ম ক্ষমতায় টিকে থাকে , রামাদান এর বেলায় আল্লাহ যা বলেছেন এর চাইতে উত্তম কথা আর কিছু হতেই পারেনা তাই আল্লাহ তায়ালা রামাদান মাস কে আমাদের জন্য রেগুলার করে দিয়েছেন - উপকারী বলেই বার বার ঘুরে ফিরে আসে এবং কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে । আজকে আমরা ২৬ তম দিন অতিবাহিত করছি আমাদের থেকে বিদায় নিচ্ছে এই পবিত্র সেরা মাস , সাথে সাথে বিদায় নিচ্ছে ক্কাদরের রাত্রি আজকের রজনী হয়ত শেষ বেজোর রাত , ক্কাদরের মর্যাদা পূর্ণ রাত্রির তুলনা ই হয় না অন্য কিছু দিয়ে - যত নফল ইবাদত করবেন তার মুল্য হাজার হাজার গুন বর্ধিত করা হয় ,এই রাত্রির গুনাগুন করা আমাদের পক্ষে মহাসুমুদ্রে ডিঙ্গি নৌকা ভাসানোর মত । নেক নিয়তে একম হৃদয় ভরা আকুতি দিয়ে সিজদায় নত হয়ে তাওবা করে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তা হলে সারা জীবনের জন্য এই লাইলাতুল ক্কাদর ই যথেষ্ট, এবং এই রাত্রিটাকেই আল্লাহ দিয়েছেন রামাদান মাসের শেষ দশকে , তাই প্রতিদিন ই ইবাদত করলে ভালো ফল বয়ে আনবে এর মধ্যে এই রজনীর ও প্রাপ্তি মিলবে । ইতিক্কাফ রত যে সকল ভাই বোন তাহারা এক মহা ভাগ্যবান - আমি প্রায় নিশ্চিত ইতিক্কাফ রত সবাই লাইলাতুল ক্কাদর পাবেন , ইতিক্কাফ হচ্ছে একান্তই আল্লাহর সান্নিধ্যে মাসজিদে সময় কাঠানো - আর যাহারা আল্লাহর সাথী হতে পারে তার চাইতে সুসংবাদ আর হতেই পারেনা - তাই আমি দেখেছি রামাদানে ইতিক্কাফে আরবের দেশগুলাতে মাসজিদ ভর্তি নারী পুরুষে , কবর সাইজের বিছানায় মাঠিতেই অবস্তান হয় আল্লাহ প্রেমিকদের । যাহারা ১০ দিনের জন্য পারেন না তাহারা আজ থেকে ৩ দিনের জন্য ইতিক্কাফে যোগ দিতে পারেন - ইতিক্কাফের মত উপকারী ইবাদতের স্বাদ নিতে সবাইকে অনুরুধ করব । যাহারা ঘরে করতে চান তাহারাও আজকে থেকেই সুজুগ নিতে পারবেন - উপমহাদেশ ও ইউরুপের অনেক দেশে নারীরা ঘরেই অবস্তান নিয়ে ইতিক্কাফ এর মত পবিত্র ইবাদতে নিয়োজিত থাকেন । ইতিক্কাফ এমন এক চ্যেল্যেঞ্জ মুখি ইবাদত যা নির্জনে ই করতে হয় , আমি যাহাকে বলি দুনিয়াতে কবর বাস - তাহাকে যাহারা পালন করেন অবশ্য ই তাহারা আল্লাহর বিশেষ অনুগ্রহের মধ্যে থাকবেন । রামাদানের যে ফায়দা ফজিলত বরকত মাগফিরাত নাজাত যত কিছু আছে তাহা থেকে আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করেন তার জন্য আগামী ৩ দিন কে কাজে লাগাতে পারি , আসুন আমরা সবাই একে অপরে কল্যানের জন্য দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য আল্লাহর কাছে তাওবা করি এবং কোরআন হাদিস কে জিবনের সাথী করে জান্নাত পর্যন্ত যেতে পারি সেই চেষ্টাই করি । আমি সকলার কাছে দুআ চাই এবং দু`আ করছি – আল্লাহুম্মা ইন্নি আসআলুকার আফিয়া / আল্লাহুম্মা আফিনি ফি বাদানি / আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ / আল্লাহুম্মা ইয়া মুক্কাললিবাল ক্কুলুব সাব্বিত ক্কালবি আলা দ্বীনিক /আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত /আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব / আল্লাহুম্মা ইহদিনাস সিরাতুআল মুসতাক্কিম /আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল / রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ক্কিনা আজাবান্নার / রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা / আল্লাহুম্মা রিজক্কান হালালান তাইয়্যিবা – ওয়া ঈলমান নাফিয়া – রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা – আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি / আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতায়ালা ইবরাহীম ওয়ালা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31