জেসমিন মুন্‌নীর ‘সুখী মানুষের দেশে’

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

জেসমিন মুন্‌নীর ‘সুখী মানুষের দেশে’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে জেসমিন মুন্‌নীর ‘সুখী মানুষের দেশে’।এটি একটি ভ্রমণগদ্য । ভ্রমণ সাহিত্যে সৈয়দ মুজতবা আলী পদক পাওয়া লেখক জেসমিন মুন্‌নী এর আগে তুরস্ক ভ্রমণের ওপরে লিখেছেন ইস্তাম্বুল উপাখ্যান ।

‘সুখী মানুষের দেশে’ গ্রন্থটি সম্পর্কে বইটির প্রকাশক জানিয়েছেন, জেসমিন মুন্‌নীর ভুটানে থাকার বাস্তব অভিজ্ঞতার ফসল এই বইটি। তিনি নৈপুণ্যের সঙ্গে বিদেশি চরিত্র ও আবহ বাংলা সাহিত্যে এনেছেন-তা অতুলনীয়। হালকা মেজাজে আড্ডার ঢঙে বর্ণনা করলেও ইতিহাস সম্পর্কে তার জ্ঞান সত্যি প্রশংসনীয়। এই গ্রন্থে মানুষের দর্শনীয়স্থানগুলো যেমন বর্ণনা দিয়েছেন, তেমনি তাদের খাবার, জীবনযাত্রা, আতিথেয়তা, সংস্কৃতি স্পষ্ট হয়ে ফুটে ওঠেছে। জেসমিন মুন্‌নী অনেক দেশ ভ্রমণ করেছেন। তাই তার লেখায় অনুরূপ বহুদর্শিতা ও নিবিড় অনুধ্যানের প্রতিফলন ঘটেছে। বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।