বন্ধু নির্বাচনে সতর্ক হোন, ভারতকে আওয়ামী লীগ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

বন্ধু নির্বাচনে সতর্ক হোন, ভারতকে আওয়ামী লীগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ভারতকে ‘বুদ্ধিমানের মত বন্ধু নির্বাচন’ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

ভারতের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় ইকবাল সোবহান এমন আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, ‘ভারতের পক্ষে বিএনপিকে বিশ্বাস করা আর মার্কিনদের পক্ষে ওসামা বিন লাদেনকে বিশ্বাস করা একই কথা। তাই বাংলাদেশে বন্ধু নির্বাচনে ভারতের সতর্কতা অবলম্বন করা উচিৎ।’

চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি নিয়েও কথা বলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। তার ভাষ্যমতে, ‘বাংলাদেশের বন্ধু হিসেবে চীন কখনোই ভারতের বিকল্প নয়।’

গত ২১ ফেব্রুয়ারি বুধবার ঢাকায় ‘বাংলাদেশ-ইনডিয়া মিডিয়া ডায়ালগ’ শিরোনামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ নিয়ে ২৭ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটির বলেছে, আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে তিক্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন ইকবাল সোবহান। এছাড়াও তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর আসনে শেখ হাসিনা আসার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি হয়েছে।

এ সম্মেলনে আরও পরিষ্কার মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের বিকল্প পাকিস্তানের বন্ধুরা।’

টাইমস অব ইন্ডিয়া জানায়, আসন্ন নির্বাচনে হেরে গেলে কী করবেন, ভারতীয় সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ মাত্র পাঁচ বছরের। কিন্তু যেহেতু আমার বাবা (শেখ মুজিবুর রহমান) এই দেশ স্বাধীন করেছেন, তাই আমি চেষ্টা করেছি সেই লক্ষ্যেই জীবন পরিচালনা করার, এবং আমি তা করে যাব।’

ভারতের সাথে তার সম্পর্কের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘সরকার আসবে-যাবে, কিন্তু প্রতিবেশীরা থেকে যাবে এবং দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করা যাবে।’

সৌজন্যে: প্রিয় ডটকম।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31