জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে কিছু প্রবলেম আছে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে কিছু প্রবলেম আছে : অর্থমন্ত্রী
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরার দায়ে যুদ্ধ শেষে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয় । কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দলটিকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান । বর্তমান সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে জামায়াতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হয়েছে । এখন জামায়াত নিষিদ্ধের দাবি প্রবল।
জাফর ইকবালের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম আমরা আরও একজনকে হারাতে যাচ্ছি। তবে ভালো লাগছে যে, এখন তিনি ভালো আছেন।’
সোমবার দেশ বরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতকে  নিষিদ্ধ হবে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জামায়াতে ইসলাম দেশের শত্রু ।  এদেশে তাদের থাকার অধিকার নেই । তবে জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে কিছু প্রবলেম আছে ।’

পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়েছে । এই বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওয়েল, সেটা পুলিশ পারে নাই । কী করা যাবে । তার চেহারা দেখে তো আর বোঝা যায় না । সে তো ছুরি মেরেছে । ছুরি এমন একটা জিনিস সেটা লুকানো অনেক সহজ । যদি রাম দা টাম দা হতো তাহলে ধরতে পারত ।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুনিয়ার কোথাও নেই । তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে । শাস্তির আওতায় আনা হচ্ছে ।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31