সরকারি দপ্তরে জঙ্গি-রাজাকার অনুচরের স্থান নেই

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮

সরকারি দপ্তরে জঙ্গি-রাজাকার অনুচরের স্থান নেই

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকারে যেমন আর কখনো রাজাকার-সন্ত্রাসীদের স্থান দেয়া যাবেনা, সরকারি দপ্তরগুলোতেও তেমনি জঙ্গি-রাজাকার-অনুচরদের স্থান হবেনা।’

বৃহস্পতিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যসচিব আবদুল মালেক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর্কাইভের মমহাপরিচালক শচীন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন।

দেশের চলচ্চিত্র জগতের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করে তথ্যমন্ত্রী জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পথে একদিকে যেমন জাতীয়তাবাদী সংগ্রাম চালিয়েছেন, আরেকদিকে গড়েছেন শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলন। অপূর্ব দূরদৃষ্টিতে তিনি ঢাকায় এফডিসি প্রতিষ্ঠা করে বাংলা চলচ্চিত্র নির্মাণের দিগন্ত উন্মোচন করেন।’

‘সেই জাতির পিতার কন্যাও সংস্কৃতিচর্চায় পরম যত্নবান’ উল্লেখ করে ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আজ দেশের ফিল্ম আর্কাইভটি এখন বিশ্বমানের। আর ২০২১ সালের বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস ঢাকায় আয়োজনের সম্মান দেশের একটি বড় অর্জন।’

যাদের ইতিহাস নেই, তারাই ইতিহাস ধ্বংস করে, আর শেখ হাসিনা ইতিহাসের পক্ষে তাই আর্কাইভ গড়েছেন। কারণ আর্কাইভ সঠিক ইতিহাস রক্ষা করে।’

তথ্যসচিব আবদুল মালেক বলেন, ‘ফিল্ম আর্কাইভ ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের সংযোগ এবং সরকার দেশের ঐতিহ্য ও কৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।’

চলচ্চিত্র অঙ্গন থেকে প্রখ্যাত অভিনেত্রী রোজিনা, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা প্রমূখ সভায় অংশ নেন।

প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবুয়াল হোসেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিউটের মহাপরিচালক মো: রফিকুজ্জামান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ কর্মকর্তাবৃন্দ সভাশেষে আর্কাইভের ৪০ বছর উপলক্ষে অনুপম হায়াতের প্রবন্ধের ওপর সেমিনারে অংশ নেন।

এর আগে ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে ৪০ বছরপূর্তি আয়োজন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

আগারগাঁওয়ের এ নতুন আর্কাইভ ভবনের মিলনায়তনে এদিন সকালে ও সন্ধ্যায় ছিল চলচ্চিত্র প্রদর্শনী।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31