বর্ষার কবিতা

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

বর্ষার কবিতা

সৌমিত্র দেব

বৃষ্টিতে ভেজা বুড়ো বটতলা
ধরেছে ভীষণ বায়না
সিক্ত শরীরে প্রতিবিম্বিত
পরস্পরের আয়না ।

বাদল যতই মাদল বাজাক
আসল বাজনা দেহে
দূর আকাশের কালো মেঘগুলো
ফেটে পড়ে সন্দেহে ।

২।
আকাশের গায়ে মেঘ গর্জন চলে
বারে বারে বুঝি বিদ্যুৎ চমকায়
প্রেমিক এখন প্রেমিকাকে কোলে তুলে
ঠোঁটে ঠোঁট রেখে অবিরাম চুমু খায়

এই ক্ষণে তুমি সরে কেন ফাহমিদা
মধ্য পুকুরে লাফিয়ে উঠছে খিদা
তামাম শরীরে জল ও আগুন ছিটাও
অমৃত নিতে দূরে ছুড়ে ফেলো দ্বিধা ।