বোধ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

বোধ

 

সাইয়্যেদা সাবিহা তৃপ্তি

হে পুরুষ,
বেশ তো আছো হেসে খেলে
ফেলছো শিকার নতুন ফাঁদে,
নিকষকালো দূর অজানায়
কোন্ মায়াবি অঝোর কাঁদে?

ও নারী,
ধ্বংস খেলায় উঠলে মেতে
ভাঙলে স্বপন যত্নে গড়া,
আবেগ মাখা জীবন কারো
নিকোটিনের ধোয়ায় ভরা।

আরে ও যুবক,
তোমার চোখে সবই রঙিন
গান ধরেছো দরাজ গলায়,
কোন সাহসে করলে আঘাত
বাবার সমান রিকশা ওয়ালায়?

ও পাড়ার বখাটে,
গলির মুখে দাঁড়িয়ে যখন
করছো ভীষণ গান-থিয়েটার,
বুঝবে কি আর ভয়টা তুমি
কুঁকড়ে যাওয়া সেই মেয়েটার?

এই যে অফিসের কর্তামশায়,

জনগনের ঘামের টাকা
আর কত পকেট যাবে?
একটা কথা বলি শুনুন
” জবাব দিতে হবে”

এত কিছুর পরে যখন
বিপদ আসে অতি,
কোন মুখেতে বলো তখন
” কার করেছি ক্ষতি”?

থাকতে সময় শুধরে যেও
চেয়ে নিও ক্ষমা,
দুই দিনেরই এই দুনিয়া
ঝকমকে রমরমা।

আছে যত পাপ অনাচার
ওপাড় গেলে নেই কোন ছাড়,
হও না যতই হুজুর নাজির
দম ফুরোলেই কঠিন বিচার।