শ্রাবণের বারিধারা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

শ্রাবণের বারিধারা

সিগমা আউয়াল

ঝিকি মিকি ঝরে শ্রাবণের বারিধারা … ।

রিনি ঝিনি ঝিকিমিকি ঝরে শ্রাবণের ধারা …
এই মন হলো দিশাহারা বকুলের গন্ধহারা ।
ওগো মোর প্রিয় – কোথা তুমি ?
পুষ্প-ঝরা বকুলের ডালে অজস্র ফুলের সুবাসে ,
কেন মোরে ডেকে যাও এই শুভ্র সকাল বেলা !

দীর্ঘ ধূসর আকাশে , শূন্য বাতাসে মোর বাস ,
তন্দ্রাহারা আঁখিজলে  ভরা চোখে কেবলি তোমারে মনে পড়ে
শ্রাবণের এই বারি ধারা ঝরিছে বিরাম হারা …
শূণ্য এ চোখে চেয়ে থাকি দূর পানে ,
আসিতেছে পাল তোলা নাও —-
যাত্রা পথে তোমারে দেখতে বড্ড ইচ্ছে করে !

হাওয়াই হাওয়াই দিন পার হবে , রাত হবে পার ,
এমনি করে কেটে যাবে অজস্র দিন রাত বছর ।
তোমারে আর আমি দেখবো নাতো কুন্ঠিত বেদনাময় …
দীর্ঘশ্বাসে , উদ্ধত অভিমানে , উপেক্ষার গর্বিত মঞ্জরী ঝঙ্কারে !
প্রেম এসোছিলো কি নিঃশব্দ চরণে ?
তারে বিদায় দিলাম দূর পথের মরিচীকার দীপ শিখা বলে !

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31