ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


অগস্ত্য-যাত্রা

redtimes.com,bd
প্রকাশিত জুন ৭, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ
অগস্ত্য-যাত্রা

মোস্তফা মোহাম্মদ

 

এসো কবি, এসো আমার লোপা, মুদ্রা-বিভঙ্গে জাগিয়ে দাও ঘুমন্ত বিবেক–পদ্মার পলিদ্বীপে অগস্ত্যের দানে আমাদের প্রাণে জাগুক তোমার বিদর্ভ-নগর, তোমার কাব্যিক বাসর;

মাছরাঙার শিকারী ক্ষুধা, পূর্ণতার মুগ্ধতায় ডুবে যাবে আমাদের বানভাসি জীবন–তোমাদের ফারাক্কার কাঁচুলিবন্ধ উবে যাবে প্রেমের সুধায়;

দিদিকে বলে এসো, ভাষার টানে আর বিদ্রোহীর গানে ভেসে যাবে তুমি–শিলাইদহ-পতিসর-শাহজাদপুর, পদ্মা-করতোয়া-ইছামতী-আত্রাই;

কৃষি আর কৃষক, ভাবুক আর বন্দুক এক হবে তোমার পীড়িতির বাঁশে আর বাঁশিতে–লালন-হাছন-পাগলা কানাই-রবীন্দ্র-নজরুল;

গঙ্গার ঘাটে ডুব দিও তুমি, ভেসে ওঠো কালিগঙ্গার চর, বিরহ-বাসর–বুড়িগঙ্গার তীরে ঢাকায়, ভেসে যাও দখিনে আর পুবে হাছন-করিম-হেমাঙ্গ-বিশ্বাস,
মাছ আর ধানের যৌথ জীবনের আয়োজন;

তোমার আগমন শুভ হোক,
ভাষার লালিত্যে জন্ম হোক কবিতার, কবি তুমি জন্ম দাও দীর্ঘ আয়ুকাল অথবা দ্রীধাস্যুর মতো কবিবর;

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031