ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


অতীত দুর্নীতির রেকর্ড দেখে উপাচার্য নিয়োগের দাবি ইবি শিক্ষার্থীদের

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ণ
অতীত দুর্নীতির রেকর্ড দেখে উপাচার্য নিয়োগের দাবি ইবি শিক্ষার্থীদের
আবির হোসেন, ইবি প্রতিনিধি:
হাসিনা সরকারের পতনের পর এক মাসের বেশি সময় পেরোলেও এখনও উপাচার্য নিয়োগ না হওয়ায় বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এসময় তারা অতীত দুর্নীতির রেকর্ড যাচাই-বাছাই করে সৎ-সাহসী, শিক্ষার্থীবান্ধব ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, সহ-সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা ‘রেকর্ড দেখে ভিসি দিন, দুর্নীতির খবর নিন’, ‘ক্লিন ইমেজের ভিসি চাই’, ‘ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই, সংস্কারমনা ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘ইবির আঙিনায় দুর্নীতির ঠাঁই নাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ের উপাচার্যরা বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অনৈতিকতার সঙ্গে জড়িত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়কে নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন। আমরা আর কোনো দলীয় লেজুড়বৃত্তিক ও দুর্নীতিগ্রস্থ কাউকে উপাচার্য হিসেবে মেনে নেব না। আমরা আশা করি, উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হবে তার অতীত দূর্নীতির রেকর্ড যাচাই-বাছাই করেই দেওয়া হবে। আর তা নাহলে ছাত্রসমাজ তাকে অবাঞ্ছিত করতে বাধ্য হবে।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031