এসবিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে সরকার যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছে। চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাহিনী গড়তে কাজ করছে সরকার।
তিনি বলেন, স্বাধীন দেশের জন্য বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এসব প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতা আরও বাড়িয়ে দেবে।
নানা অর্থনৈতিক প্রতিকূলতা থাকলেও বিমান বাহিনীর আধুনিকায়নে সরকার কখনো কার্পণ্য করেনি, করবেও না বলেও জানান প্রধানমন্ত্রী।
রোববার কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিমান বাহিনীকে মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। আমরা কারও কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। আমরা সব সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের উত্তরোত্তর সাফল্যের মাধ্যমে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে সমৃদ্ধ জাতি হিসেব স্থান করে নেবো। এজন্য বিমান বাহিনীর ভূমিকা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন