১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
স্বাভিমানী কিশোরী তুমি,
আহেদ তামিমি…
ট্রোজান পক্ষের সাহসিকা যোদ্ধা
আমাজন রাজকুমারী পেন্থিসিলিয়া,
যে লড়েছিল গ্রিক বীর একিলিসের সাথে।
আর হয়েছিল শহীদ।
তুমি কি প্রীতিলতা? ১৯৩০-এর চট্টগ্রামে
পাহাড়তলীর ইউরোপীয় ক্লাবে যে হামলা চালিয়ে
উড়িয়ে দিয়েছিল সেই সাইনবোর্ড: ‘শুধুমাত্র
ভারতীয় ও কুকুরদের প্রবেশাধিকার নিষিদ্ধ?’
সতেরোর জোয়ান অব আর্কের চেয়ে মাত্র একটি বছর ছোট তুমি মেয়ে…
‘তোমার মুক্তকেশের পুঞ্জমেঘে লুকায় অশনী!’
তুমি পেন্থিসিলিয়া প্রীতিলতা
রাজকুমারী অম্বা বা চিত্রাঙ্গদার মত অলঙ্কার, প্রসাধন ছেড়ে
তুমি পাথর নিয়েছ হাতে!
অবরুদ্ধ জেরুজালেমের আনা ফ্রাঙ্ক-
জানি না ধর্ষিতা হবে কিনা ইসরাইলী বাহিনীর হাতে
পূর্ণিমার মত- তার আগে যেন মৃত্যু হয় তোমার!
ঠিক যে আগুন বুকে পুরে ভাইয়ের ফাঁসিতে ভøাদিমির উলিয়ানভ
হয়েছিলেন লেনিন- এক বছরের ছোট কাজিন ভাইয়ের মৃত্যু তোমাকে করছে তামিমি-
জিহ্বা কেটে নেয়া খনা,
কীর্তনের সুর ভাঁজা নিহত নারী কীর্তনিয়া-
খাগড়াছড়ির চিরতরে হারিয়ে যাওয়া মেয়ে কল্পনা চাকমা-
সমস্ত রুদ্ধ কণ্ঠের গান হয়ে মেলো নতুন বছরের ডানা-
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766