১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮
পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২২৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি। সোমবার (১১ই জুন) শৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি অধিভুক্ত সাত কলেজের মোট ২২৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করেছে। তাদের বিরুদ্ধে পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এছাড়া সভায় সুফিয়া কামাল হলে ঘটা গত ৯ই এপ্রিল রাতের অনাকাঙ্খিত ঘটনার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সুফিয়া কামাল হলের প্রাধাক্ষ্য অধ্যাপক ডা. সাবিতা রেজওয়ানা রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধাক্ষ্য অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, রোকেয়া হলের প্রাধাক্ষ্য জিনাত হুদাসহ আরো ২ জনকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766