২৭শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৪ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৮
কামরুজ্জামান হিমু
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে সাংবাদিকতা শেখার ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে। এ আয়োজনের আওতায় ইতোমধ্যে চারটি কোর্স চালু হয়েছে, যেখানে প্রায় ৬ হাজারের অধিক অংশগ্রহণকারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকতা বিষয়ে অনলাইনে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ্যে ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম’ ও ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন টেলিভিশন জার্নালিজম’ শীর্ষক দুটি কোর্স গত ৩১শে জানুয়ারি ২০১৮ তারিখে শেষ হয়েছে, যেখানে মোট ৭০০ অংশগ্রহণকারী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
পিআইবি-এটুআই ই-লার্নিং কোর্সে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের আগামী ১২ই জুলাই ২০১৮, বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমকাল সম্পাদক ও পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766