২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮
ক্যামেলিয়া আহমেদ
সমুদ্রের মুখোমুখি সৈকতে দাঁড়াতেই
কর্ণকুহরে ভেসে আসে প্রত্যাদেশ
চলে যেতে হবে সীমানা পেরিয়ে
যেখানে আশ্রয় নির্ভরতা
তাকে ছেড়ে চলে যেতে হবে
যে জীবন শুধু তারই শরণাগত
সে কোথায় যাবে
কোন স্বর্গযানে হবে আরোহণ
এই সুবিস্তীর্ণ পৃথিবীতে
কোথায় তপস্বীদের নির্ভরতা
বাতাসে সমুদ্রের শব্দ কাঁপিয়ে তোলে
শূন্যতায় বুক ফেটে বেড়িয়ে আসে আর্তনাদ
এতো কালের ধ্যানমগ্নতা তবু
অসমাপ্ত রয়ে গেলো প্রাণবিনিময়
স্বার্থপরতায় জড়িয়ে গেলো প্রত্যাখ্যান
সকল তপস্যা প্রার্থনা যখন অনর্থক
হাজারো শব্দ বাসা বাঁধে প্রাণে
সে কি অনির্ণেয় কেউ?
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com