আঁধারে ডুবছি
অন্ধকার চোরাবালিতে ডুবতে ডুবতে
নিকষ আঁধারে ডুবছি।
খড় কুটো ধরে বাঁচার জন্যে
আলোর মানুষ খুঁজছি।
মানুষ খুঁজছি মানুষ।
মানুষ কোথায় আছো?
চারিদিকে যত লোভী শকুনের তীব্র চাহনি
তীব্র নখরে, তীক্ষ্ণ চঞ্চুতে উড়ছে।
শকুন উড়ছে শকুন।
ধর্ষিতা শিশু, নারী, অসহায়ের আর্তিতে
বাতাস ক্রমেই ভারি।
বাতাস খুঁজছি বাতাস।
শকুনের দল এগিয়ে আসছে
ওরা শুধু ভাবে কখন ধরবে পচন।
আর কিছু নয়।
এ সমাজের পচন।
সংবাদটি শেয়ার করুন