ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবেনা: শাহজাহান চৌধুরী

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবেনা: শাহজাহান চৌধুরী

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅধিকার কখনো ম্লান হবে না। বর্তমানে তাওহিদী জনতা ঐক্যবদ্ধ। এ তাওহিদী জনতার বিরুদ্ধে অত্যাচার-অবিচার ও নির্যাতন করে পতন হওয়া স্বৈরচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ওইখানে বসে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের অতন্দ্রপ্রহরী তাওহিদী জনতা ওই ষড়যন্ত্র ও তাদের দোসরদেরকে ঘায়েল করে মুসলিম উম্মার বিজয়ী শক্তি সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদ যোহর চুনতির ১৯ দিন ব্যাপী ৫৪ তম সীরত মাহফিল (সঃ) উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি বাংলাদেশ জামায়াত ইসলামী সূরা মজলিসের সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর আলহাজ¦ শাহজাহান চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

মাহফিলে দুই অধিবেশনের মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ¦ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও লোহাগাড়া কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক আলহাজ¦

মাওলানা গোলাম রাসূল কমরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাাদে রাসূল (সঃ) আলহাজ¦ মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী’র যৌথ সঞ্চালনায় নবী করীম (সঃ) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যৎ বাণীসমূহ নিয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা ওসমান গণি, পরবর্তীতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ¦ মাওলানা মুহাম্মদ খোবাইর, মাওলানা কুতুব উদ্দীন মনোয়ার, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মুরশিদুল ইসলাম ফারুকী, চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা শফিউল হক জিহাদী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ¦ আবু তাহের, মাওলানা কাজী নাছির উদ্দীন, এইচ.এম. মাহাবুবুল হক, লোহাগাড়া থানা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামীবাদী, এম.এ. শুক্কুর, আলহাজ¦ আরিফুল ইসলাম, জাহেদুর রহমান, সাইফুদ্দীন ও মোহাম্মদ তারেক প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031