হাসিদাা মুন
স্বর্গ এবং পৃথিবী একই স্থান
ঘটনা
সমস্যা
সমস্ত জিনিস
এবং সমস্ত প্রাণী
সব জায়গায় একই…
কখনও কখনও তারা আরও অস্পষ্ট
কখনও কখনও তারা আরও আলোকিত …
যেভাবে আবির্ভূত হোক না কেনো
পথ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়
অন্ধকারই উৎস
আলো তা থেকেই আসে …
যাই করো না কেনো
কখনই পুরোপুরি আলোতে থাকবে না
অন্ধকারই সত্তার উৎসর্গ
কারণ অন্ধকারই প্রেমের মূল
সব প্রাণের জন্মলগ্ন সেখানেই …
অন্ধকারের আলো
সূর্যের চেয়েও উজ্জ্বল
বিকিরণ করে চোখ ধাধাঁনো প্রখর অন্ধকার .….
সংবাদটি শেয়ার করুন