অন্যধারা সাহিত্য সংসদে আড্ডার মধ্যমণি কবি নাইমা খানম ।
আজ ২৬ মে ২০২৩, শুক্রবার, বিকেল ৪ টায় অন্যধারা সাহিত্য সংসদ’র কেন্দ্রীয় কার্যালয় ২২ ইন্দিরা রোড, তৃতীয় তলা, তেজগাঁও, ফার্মগেট, ঢাকায় প্রতি শুক্রবারের নিয়মিত ৩০৫ তম সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে ।
অন্যধারার পক্ষ থেকে মোজাফফর বাবু জানান, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম ।
প্রধান আলোচক রেডটাইমসের প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব । সভাপতিত্ব করবেন কবি কল্যাণ চক্রবর্তী । সঞ্চালনা করবেন কবি ক্যামেলিয়া আহমেদ ।
নাইমা খানম ইংরেজি সাহিত্যে পিএইচডি করেছেন । পেশায় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক । তাঁর লেখা অনেক বই বাংলাদেশ ও ভারতে পাঠকের কাছে নন্দিত হয়েছে ।