১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘ জঙ্গি ও মাদকের অভিশাপ থেকে সমাজ ও রাজনীতিকে নিরাপদ করার অভিযানকে প্রশ্নবিদ্ধ করে অপরাধীদের রক্ষার ওকালতি চলবেনা।’
বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মানবরূপী দানব আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ষোল কোটি মানুষের নিরাপদ সুস্থ জীবনযাপনের মানবাধিকার লংঘনকারী এ দানবদের কোনো ছাড় দেয়া যায় না।
তিনি বলেন, ‘একাত্তরের গণহত্যা, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, অপারেশন ক্লিন হার্ট, একুশে আগষ্টের গ্রেনেড হামলা ও আগুনসন্ত্রাসের খুনীদের রক্ষার খলনায়ক জিয়া ও খালেদা জিয়া। আজও তাদের দলই জঙ্গী-মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।’
‘সেকারণে, খুনীদের কর্তৃত্ব ও পুণর্বাসনের অপরাজনীতি থেকে দেশকে উদ্ধারকরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’, বলেন হাসানুল হক ইনু।
এসময় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তামাকচাষ নিষিদ্ধের জন্য আন্দোলন গড়তে হবে। এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এসকল পণ্য যাতে সহজলভ্য নাহয় সেজন্য এদের ওপর কর বৃদ্ধি করা উচিত।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: অরূপরতন চৌধুরী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং অন্যান্যের মধ্যে মানস এর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার এবং ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন আশরাফুল হক বক্তব্য রাখেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766