অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে ডিবির নাম ব্যবহার করছে, দাবি হারুনের

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে ডিবির নাম ব্যবহার করছে, দাবি হারুনের
সদরুল আইনঃ
গোয়েন্দা সংস্থার পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা হলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানানোর আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, ‘গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে।
অনেক সময় আছে, কিছু অপরাধীরা অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তারাও ডিবির নাম ব্যবহার করে।’
রোববার (১৯ নভেম্বর) মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৮ অক্টোবরের ঘটনার পরে ডিবি পরিচয়ে আটকের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিবি প্রধান বলেন, ‘আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে—সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেপ্তার করতে যায়।
এক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো, তাদের আইডি কার্ড ঝোলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক যে জ্যাকেট রয়েছে—সেটি তাদের শরীরে থাকবে।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ তিনি আমাদের কাছে নেই। কিন্তু কারা নিচ্ছে সেই তথ্য থাকলে আমরা তো সেটি প্রকাশ করতে পারি।
তাই আমি বিনীত অনুরোধ করবো, যারাই ডিবির নাম ব্যবহার করেন, তারা ডিবির নাম ব্যবহার না করে যারা গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থা, তারা নিজ নিজ পরিচয় দেবেন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে অন্য কেউ যদি ডিবি পরিচয়ে কাউকে নিয়ে যায় তাহলে সেটা আমরা জেনে যাই।
এর আগেও ডিবি পরিচয়, র‌্যাব পরিচয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31