কমিটির দাবিতে আন্দোলনে নামা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছেন।দ্রুত কমিটি ঘোষণা করার আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেন তারা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল (সোমবার) বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।
এর আগে রাত ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় তারা অবরোধ করেন।অবরোধকারীদের দাবি, গত ৬ বছর ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনটি কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি তিনটি হয়েছে, কিন্তু তাদের কমিটি হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।
সংবাদটি শেয়ার করুন