অবশেষে করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

অবশেষে করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন

 

অবশেষে করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ।
ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করমর্দন করেছেন ,জানিয়েছে হোয়াইট হাউস, খবর বার্তা সংস্থা রয়টার্স।জানা গেছে ,শুক্রবারের ওই নৈশভোজে তাদের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি ।

নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন তারা ।

, উভয়পক্ষের সূচী না মেলায় আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি, তারপরও তাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে বলে এর আগে জানিয়েছিল হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছিলেন, সূচী অনুযায়ী, আনুষ্ঠানিক বৈঠক, ক্যালেন্ডারে নেই এবং হবে বলে প্রত্যাশাও করছি না।

শনিবার ডানাংয়ে এপিইসি দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের এক এশিয়া সফরের চতুর্থ পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভিয়েতনামের এই অবকাশযাপন করছেন ।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031