১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮
রূপালী পর্দার রানী সফল অভিনেত্রী রাণী সরকার আর নেই ।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, রাণী সরকারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার ভোর ৪টায় ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাণী সরকারের মরদেহ এফডিসিতে নেওয়া হচ্ছে জানিয়ে জায়েদ খান বলেন, সেখানেই বেলা ২টায় তার জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্ম রাণী সরকারের। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।
রাণী সরকারের চিকিৎসায় দুই দফায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম দফায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকা সহায়তার পর ২০১৬ সালে তাকে ফের সাড়ে ৫ লাখ টাকা দিয়েছিলেন শেখ হাসিনা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766