১৫ই জানুয়ারি ২০২১ ইং | ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬
এসবিএন ডেস্ক: নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনয়শিল্পী নাইম বিয়ে করেছেন। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে নাদিয়া ও নাইমের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হয়।
নাদিয়া ও নাইম জানান, পারিবারিকভাবে বৃহস্পতিবার তাদের বিয়ে হয়েছে। ঘরোয়া পরিবেশের ওই আয়োজনে উভয় পরিবারের আত্বীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শুক্রবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। নতুন সাংসারিক জীবন শুরুর প্রাক্কালে সবার কাছে দোয়া চেয়েছেন এই নব দম্পতী।
যদিও নাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে, কিন্তু নাইমের প্রথম বিয়ে। গত ২০০৮ সালের ২৮ ডিসেম্বর মনির খান শিমুলের সঙ্গে বিয়ে হয় অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী নাদিয়ার। সংসার জীবন শুরুর ৫ বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তাঁরা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু গত বছরের এপ্রিলে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবরটি জানাজানি হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766