১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৬
এসবিএন ডেস্কঃ কিউবায় ওবামার ঐতিহাসিক সফর দু`দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। কয়েক বছর আগেও দু`দেশের কেউ হয়ত ভাবে নি মার্কিন কোন প্রেসিডেন্ট কিউবায় যাবেন।
কিন্তু সেই অকল্পনীয় ঘটনাই ঘটেছে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক করে নিতেই দেশটিতে সফর করছেন ওবামা। খবর বিবিসির।
তবে এক সঙ্গে সংবাদ সম্মেলন করলেও ২ দেশের নেতার কণ্ঠেই ছিল এক ধরনের উত্তেজনা। এক্ষেত্রে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বিরল নজির দেখিয়েছেন।
সাধারণত সংবাদ সম্মেলনে কোন প্রশ্নের জবাব দেন না তিনি। কিন্তু এই সংবাদ সম্মেলনে তাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে। তিনি বেশ কড়াভাবেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
তিনি বলেন, কিউবার উপরে যুক্তরাষ্ট্র যে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে তা পুরোপুরি তুলে নিতে হবে।
অপরদিকে সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, কিউবাকে তাদের দেশের রাজনৈতিক সংস্কার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে। তারা এটা করতে পারলেই তাদের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে।
তবে ঠিক কবে থেকে কিউবার উপর থেকে অবরোধ উঠে যেতে পারে এই বিষয়ে কোন ইঙ্গিত দেননি ওবামা।
প্রেসিডেন্ট কাস্ত্রো এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় কিউবার কাছ থেক শিক্ষা নিতে বলেছেন।
তবে এক পর্যায়ে হঠাৎ করেই সংবাদ সম্মেলন থামিয়ে দেন রাউল কাস্ত্রো।
সম্মেলন শেষে কিউবা ও মার্কিন নেতার হাত মেলানোর বিরল দৃশ্যকে একটি ঐতিহাসিক ঘটনা বলেই বিবেচনা করা হচ্ছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766