২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক
কর্মচারীদের প্রফিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের দায়ে কারাগারে গেলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট (সিএইচসিপি)-এর নিবার্হী পরিচালক ডা. সঞ্জিব কুণ্ডু ও অর্থ সমন্নয়কারী জেমস মহানন্দ মণ্ডল। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গত বৃহস্পতিবার অর্থ আত্মসাতের এক মামলায় হাজির হলে জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।
এদিকে, কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্টের রেগুলেটরি অথরিটি এক তদন্ত প্রতিবেদনে নিবার্হী পরিচালক ও অর্থ সমন্নয়কারীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নৈতিক দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাদের স্ব স্ব পদ থেকে চাকরিচ্যুত করেছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পদে বোর্ড সদস্য ডেভিড অধিকারীকে দায়িত্ব দিয়েছে।
গতকাল রোববার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্টের মিরপুর কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন। এ বিষয়ে ডেভিড অধিকারী বলেন, একটি দখলদার চক্র দীর্ঘদিন প্রজেক্টের অর্থ অপব্যবহার ও আত্মসাৎ করেছে। দায়িত্ব নিয়ে আমার প্রথম কাজ হবে প্রজেক্টের সকল আর্থিক ও প্রশাসনিক অনিয়ম চিহ্নিত করে তা দূর করা। এজন্য আমি প্রজেক্টের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766