৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
শরিফুল হক পপি, কুষ্টিয়া:
অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়ায় ২ জন সরকারী সাবেক কর্মকর্তা/কর্মচারীর কারাদন্ড ও জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ায় গ্যাস পাইপ লাইন নির্মানে ভুমি অধিগ্রহনকালে আর্থিক সুবিধা লাভ করতে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের করা মামলায় আদালত এই আদেশ দিয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এর আদালতে দন্ডপ্রাপ্ত দুইব্যাক্তির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত দুই ব্যক্তির প্রত্যেকের তিন বছরের সশ্রম কারাদন্ডসহ পৃথক ভাবে ৪লক্ষ ২০হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত। ধার্যকৃত জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা ভোগের আদেশ দেন বিচারক।
দন্ডপ্রাপ্ত হলেন- মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা ডা: ইজ্জত আলীর ছেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রাক্তন কানুনগো রেজাউল করীম (৫৮) এবং কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখা হতে চাকরীচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলাম (৩৯)।
আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের নভেম্বরে ভেড়ামারা-খুলনা গ্যাস পাইপ লাইন নির্মানে জমি অধিগ্রহন প্রক্রিয়ায় ধানী শ্রেনীর জমিকে ভিটাবাড়ী শ্রেনীভুক্ত করে সরকারের অতিরিক্ত ৪লাখ ২৪হাজার ৭শ ৩৯টাকা ক্ষতিসাধন ও সরকারী জমি অধিগ্রহন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা যোগসাজস করে আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল গফুর বাদি হয়ে ২০১৬ সালের ২৫ এপ্রিল ৬জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
বহুল আলোচিত এই মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালে ৩০মার্চ তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল গফুর চার্জশীট দাখিল করেন আদালতে। সেখানে ৪কর্মকর্তার নাম প্রতিবেদনে না আসায় শুধুমাত্র সাজাপ্রাপ্ত এই দুুই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌসুলি এ্যাড আল মুজাহিদ মিঠু বলেন, ‘সরকারী দপ্তরে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও বিশ^াস ভঙ্গ করে অবৈধভাবে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে সরকারী অর্থ আত্মাসাৎ মামলায় ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও (৩) এ্যামেনমেন্টের ৯ধারা অপরাধ সংগঠিত করেছে মর্মে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় কানুনগো রেজাউল ও সার্ভেয়ার রবিউল ইসলামের ৩বছর সশ্রম কারাদন্ড প্রত্যেকের পৃথক ভাবে ৪ লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com