রোকসানা লেইস
মরীচিকা স্বপ্নে বিভোর আজন্ম পরাজিত মন
সুখগুলো ছেনে মেখে সুখি হতে চায়।
একা তুমি অভিমানী কণ্ঠে গান করো
সুরেলা তোমার আনন্দ ছড়ায় বাতাসে।
একদিন ভাব ছিল ঢেউয়ের সাথে; ভয়ের তুমুল আলোড়ন
একদিন সখা ছিল রঙিন রোদ্দুর; খরতাপ শিহরণ।
মনের গহীন জড়িয়ে ছিল; বেলাভূমি ছূঁয়ে যাওয়া জলের স্পর্শ।
রঙধনু প্রজাপতি মায়াবী বিকেল, খেই হারানো পথ- অচেনা ইস্টিশন।
একাকী নিরবধি যতই বাজাও বাঁশি আপন মনে
সুরেলা মোহনীয় নিঝুম রাত, বাতাস নিরবে বলে, মন জাগা কথা
রাধিকার মনে জাগায় আলোড়ন।
দুঃখের বাহন চড়ে ঢেকে ফেলো কালো রাত
অন্তরে তুলে দাও খিল।
ভুলে যাওয়া সময় পিঁপড়ার মতন সার বেঁধে চলে
আনন্দ ঝিলিক গভীর অন্তরে,একদিন দেখা হবে অগোচরে
কান্তিময় রোদ্দুর অঝর বৃষ্টি ধূয়ে নিবে ক্লান্তি
জানালায়, মাঠে, পাতার ফাঁকে, বিকেল জুড়ে ছড়ানো মুঠোমুঠো রোদ্দুর বা বৃষ্টি
যা আর কেউ দেখবে না শুধু তোমার চোখে জাগাবে ঝিলিক মরীচিকা স্বপ্ন
সংবাদটি শেয়ার করুন