এসবিএন ডেস্ক: প্রচন্ড বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার বিশাল কাতি সানডা হ্রদ অঞ্চলটি পানিতে ভরে যেতে শুরু করেছে। এর ফলে মরুময় এলাকাটিতে প্রাণের ছোঁয়া লাগতে শুরু করেছে।
দেশটির অ্যাডিলেড শহর থেকে ৭০০ কিলোমিটার উত্তরে শুষ্ক লবণ সমভূমিটি লবণ পানিতে ভরে যেতে শুরু করেছে, বিমান থেকে এমন একটি ছবি তুলেছেন পাইলট ট্রেভর রাইট।
গত সপ্তাহে লেকটির আশপাশের এলাকায় ১৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ওই এলাকাগুলো পানিতে ভরে গেছে।
কাতি সানডা হ্রদ অঞ্চল এক শতাব্দীতে অল্প কিছু সময়ের জন্য পানিতে ভরে উঠে। এটি যখন ঘটে তখন এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হ্রদে পরিণত হয়।
হ্রদটির বিশাল বিস্তৃত অঞ্চল ও এর চারপাশের এলাকার বৃষ্টিপাতের পরিমান নির্ধারণ করবে চলতি বছর হ্রদটি কতটা বড় হবে।
আগামী মাসগুলোতে কুইন্সল্যান্ডের কেন্দ্রীয় এলাকা এবং দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়া থেকে প্রবাহিত নদীগুলো হ্রদটিতে পানি বয়ে নিয়ে আসবে।
পানি পূর্ণ অবস্থায় হ্রদটিতে বিভিন্ন ধরনের পাখির ব্যাপক সমাবেশ ঘটে। পাখিদের কলকাকলি ও হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে বিরল এ সময়ে প্রচুর পর্যটক এলাকাটিতে জড়ো হন।
সংবাদটি শেয়ার করুন