২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৮
মুহিবুর রহমান নোমান
অন্ধকার সুকন্ঠী হয়ে উঠলে
তোমার সুরের ঘ্রাণ কিছুটা ম্রিয়মাণ,
আঁধারের শসরির- শরীর থেকে
বাদ্যের ঝঙ্কার আহরনে ব্যাপৃত হয় ।
ভুলগুলো আর ভুল নয়, ক্রোধের ইতিহাস ও সংস্কৃতি কী করে যেন
অভিমানের শুদ্ধ ও ধ্রুপদী আলাপে
সমস্ত তন্ত্রীতে শ্যামের বাঁশরী
সমুদ্রস্নানের প্রস্তুতি শেষে
অসীম নীলের সামনে দাঁড়িয়ে
গভীর আশ্লেষে ভুলে গেলে
ক্লেদ,অপ্রাপ্তির স্থুল বেদনাগুলো
এবং কুসুমের অন্তর্গত কীটকে ।
আঁধারের মোহন গাম
নীলজল ঢেউএর প্রবল বাসনায়
তোমাকে পূর্ণ পরিপূর্ণ করেঃ
আমি তোমাকে ফিরে পাই পুনর্বার ।।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766