১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৬
এসবিএনঃ আইফোন কেনার জন্য সদ্যজাত সন্তানকে বিক্রি করলেন বাবা-মা। এই জঘন্য ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। খবর এনডিটিভির
খবরে বলা হয়েছে, ২৩ হাজার ইউয়ানের বিনিময়ে ১৮ দিনের মেয়ে শিশুকে বিক্রি করে দেন তার বাবা-মা। ওই টাকা দিয়ে আইফোন আর একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন শিশুটির বাবা।
শিশুটির বাবা আদুয়ান এবং মা জিয়াও মেই দু’জনের বয়স মাত্র ১৯। জিয়াওয়ের টাকায় তাদের সংসার চলত। আদুয়ান সারাদিন ইন্টারনেট ক্যাফে নিয়েই পড়ে থাকত। সংসারে কোনো টাকাই দিত না সে। তাই এসময় সন্তান নিতে চায়নি সে। ওই শিশুর জন্ম তাদের জন্য মোটেও আনন্দের ছিল না। কেননা শিশুটিকে লালন পালনের জন্য যে অর্থ প্রয়োজন তা তাদের নেই।
এজন্যই শিশুটির জন্মের পর থেকেই তাকে বিক্রি করে দেবার মতলব করতে থাকে তার বাবা। পরে টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেয়ার অপরাধে মেইকে আড়াই বছর এবং আদুয়ানকে ৩ বছর সাজা দিয়েছে স্থানীয় আদালত।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com