২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬
এসবিএন বিঞ্জান ও প্রযুক্তি ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্ত্বাবধানে আইসিটি বিভাগের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষ্যে অতিশীগ্রই আইটি বাস চালু করা হচ্ছে ।
আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বাসগুলো সারাদেশে ঘুরে ঘুরে প্রান্তিক জনগণকে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটি প্রশিক্ষিত, দক্ষ জনবল সৃষ্টি করবে।
বৃহস্পতিবার ইতোমধ্যে একটি বাস এসেছে। আইসিটি বিভাগের দক্ষ প্রশিক্ষক দল এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় আইসিটি বিভাগ।
আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের ব্যবস্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম বাসটিতে ১৬টি চেয়ার-টেবিল ছাড়াও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।
আইচ্যার কোম্পানির বাকী বাসগুলোতে ২২টি করে চেয়ার-টেবিল সেট সংযুক্ত করা হবে বলে জানায় আসিটি বিভাগ।
স্থানীয় পর্যায়ে নিজস্ব লোকবল দিয়ে ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় থাকবে মোবাইল ফোন অপারেটর রবি আর হুয়াওয়ে বাসগুলো রক্ষণাবেক্ষণ এবং আইসিটি বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিবে।
মার্চের প্রথম সপ্তাহে ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের বাসগুলো দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে বলে জানান আবু নাছের।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766