২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯
সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিটিভির জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমি আক্তার। গত বুধবার আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সুমি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে মনোনয়ন ফরম কিনলাম। সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপশি আমার এলাকা জয়পুরহাটকে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখতে চাই। প্লে মিউজিক প্রডাকশনের কর্ণধার সুমি আক্তারকে দীর্ঘদিন ধরে গান করছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, প্রেম আমার, পাতা ঝড়া কথা। এছাড়া বিভিন্ন জনপ্রিয় নাটক প্রযোজনাও করেছেন তিনি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766