ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


আওয়ামী লীগের সামনে ৫ চ্যালেঞ্জ

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের সামনে ৫ চ্যালেঞ্জ
সদরুল আইনঃ
আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৪ বছরে পা রাখলো ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠনটি।
বাংলাদেশ এবং আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়েছে। এ দেশের অভ্যুদয়, এ দেশের স্বাধীনতা, এ দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। আওয়ামী লীগ এবং বাংলাদেশ যেন পরিপূরক এক শব্দ। আওয়ামী লীগের হাত ধরেই এ দেশের জনগণের মুক্তি।
এ দেশের জনগণের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত রাজনৈতিক সংগঠন হল বাংলাদেশ আওয়ামী লীগ। ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক সংগঠনটি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকের জায়গায় এসেছে।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত রাজনৈতিক সংগঠন নিঃসন্দেহে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটি অসম্ভব সুসময় পার করছে।
 ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিপুল বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর থেকে ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই সংগঠনটি।
কিন্তু এখন আওয়ামী লীগ যে একটি বিরাট চ্যালেঞ্জের মুখে। সামনে নির্বাচন, দেশে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক চাপ। এই সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ সংগঠনটিকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কিভাবে আওয়ামী লীগ এই পরিস্থিতি মোকাবিলা করবে? আওয়ামী লীগের রাজনীতি, করনীয় ইত্যাদি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানারকম মত দিয়েছে।
তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অস্তিত্বের পরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আওয়ামী লীগের সামনে প্রধান যে ৫টি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে সেগুলো হল:
১। আগামী জাতীয় সংসদ নির্বাচনঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অস্তিত্বের পরিক্ষা। যদি শেষ পর্যন্ত দেশি এবং আন্তর্জাতিক প্রতিরোধের মুখে এই নির্বাচন আওয়ামী লীগ করতে না পারে, তাহলে সেটি হবে আওয়ামী লীগের জন্য বড় ধরণের বিপর্যয়।
এই নির্বাচন না হওয়া মানেই হল একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসা। এরকম একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের আরেকটি অরাজক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে এবং আওয়ামী লীগ নিধন শুরু হবে।
তাই আওয়ামী লীগের এখন প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ হল যেকোন মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সম্পন্ন করা। সেই চ্যালেঞ্জে আওয়ামী লীগ কি জয়ী হতে পারবে?
২। আন্তর্জাতিক সম্পর্কঃ
টানা ১৪ বছর ক্ষমতায় থাকার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেমন অর্জন করেছে অনেককিছু, তেমনি আওয়ামী লীগ অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি।
আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের এখন চিহ্নিত শত্রু হয়ে গেছে। বিশ্বে নতুন মেরুকরণের কারণে আজ গোটা বিশ্ব বিভক্ত হয়েছে পড়েছে।
এই বিভক্ত বিশ্বে আওয়ামী লীগ কার পক্ষে যাবে, সেটি আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত।
৩। দলের অন্তঃকলহ বিরোধঃ
আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হল দলের অন্তঃকলহ বিরোধ। এই অন্তঃকলহ বিরোধ এখন সীমাহীন মাত্রায় পৌঁছে গেছে।
অনেক জায়গাতেই চেইন অফ কমান্ড নেই। যে যার মত করে কাজ করছে। আর এরকম একটি পরিস্থিতিতে যেকোন যেকোন ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
৪। আদর্শ থেকে দূরে সরে যাওয়াঃ
আওয়ামী লীগের একটি বড় অংশের নেতৃবৃন্দই এখন আদর্শ থেকে দূরে সরে গেছেন। টানা ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ঢুকে গেছে নানারকম হাইব্রিড সুবিধাবাদী এবং নানা অপরাধে অপরাধীরা।
এ সমস্ত আপদ থেকে আওয়ামী লীগ কিভাবে মুক্ত হবে সেটি এখন একটি বড় চ্যালেঞ্জ।
৫। শেখ হাসিনার উপর একক নির্ভরতাঃ
আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন। কিন্তু আওয়ামী লীগের নেতা একজনই। তার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ অচল।
শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ মুখ থুবড়ে পরা একটি রাজনৈতিক দল। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় কোন নেতাও নেই।
এরকম পরিস্থিতিতে ৭৬ বছর বয়সী সফল রাষ্ট্রনায়কের পর আওয়ামী লীগের হাল ধরবেন কে? সেটি আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং প্রশ্ন।
এ সমস্ত প্রশ্নগুলো মাথায় রেখেই আওয়ামী লীগ আজ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031