১৪ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসবিএন ডেস্ক: ঘোষিত তারিখে হচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামীলীগের জাতীয় সম্মেলন।
আগামী ২৮ মার্চ দলটির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিল সময় পেছানো হবে বলে সূত্রে জানা গেছে।
আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।
গত ৯ জানুয়ারী আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আগামী ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতিও হিসেবে গত ২৫ ফেব্রুয়ারী মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এক সভাও অনুষ্ঠিত হয়েছিল।
এ বিষয়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় সম্মেলন তারিখ পেছানোর সম্ভাবনা আছে। তবে এখনো ঠিক হয়নি পরবর্তী তারিখ। এ বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে সম্মেলনের তারিখ ঘোষনা আসতে পারে বলে আওয়ামীলীগের একাধিক সূত্র জানিয়েছে। সম্মেলনের তারিখ পেছানোর বিষয়ে দলীয় সভানেত্রীর সম্মতি আছে বলে জানা গেছে।
আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ডিসেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত ৯ জানুয়ারী কার্যনির্বাহী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী জুন পর্যন্ত এই কমিটি বহাল থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com