বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগের মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (৩০মার্চ) সংগঠনটির দলীয় প্যাডে কেন্দ্রীয় সভাপতি হাজী মোঃ আলী হোসেন স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা আওয়ামী মটর চালকলীগের পূর্ণাঙ্গ এই কমিটি অনুমোদন দেয়া হয়।
ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে সদর থানা আওয়ামীলীগ নেতা এস.এম নজরুল ইসলামকে সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ নেতা এস.এম মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
জানা যায়, ঘোষিত এই কমিটিকে অনুমোদন দেয়ার ব্যাপারে আওয়ামী মটর চালকলীগের দলীয় প্যাডে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন সহ বেশ কয়েকজন নেতার স্বাক্ষর সম্বলিত সুপারিশ রয়েছে এতে। এর পর গত ৩০ মার্চ শুক্রবার এই কমিটির অনুমোদন দেন দলটির কেন্দ্রীয় সভাপতি।
অনুমোদন পাওয়া কমিটির নেতারা নতুন উদ্যেমে জেলার সকল মটরচালককে দলীয় কর্মকান্ডে সক্রিয় করতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করবেন বলে জানিয়েছে নবগঠিত কমিটির সভাপতি এস.এম নজরুল ইসলাম। তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করে যাব।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com